ডুয়ার্সের পর্যটন মানচিত্রে যোগ হতে চলেছে নতুন মুকুট রিভার র্যাফটিং। আলিপুরদুয়ার জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র হল ভুটান সীমান্তে অবস্থিত জয়গাঁ। লক ডাউন জনিত কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ভুটান গেট ফলে পর্যটকরা জয়গাঁ ঘুরতে এলেও ভুটানে প্রবেশ করতে পারেননা। এ কারনে জয়গাঁর পর্যটন ব্যবসা মুখ থুবরে পড়েছে। রিভার র্যাফটিং এর উদ্যোগ তাই হাসি ফোটাচ্ছে এলাকার ব্যবসায়ীদের মুখে। রিভার র্যাফটিং এর উদ্যোক্তা জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি ‘র চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা জানান এটি এক ধরনের এডভেঞ্চার স্পোর্টস। দেশী পর্যটক তো বটেই বিদেশী পর্যটক তথা এডভেঞ্চার প্রেমীদের এটি প্রিয় খেলা। তিনি আরও জানান ভুটান থেকে নেমে আসা খরস্রোতা তোর্সা নদীতে এই র্যাফটিং চালু করা হবে। জয়গাঁ, র তলাবস্তির তোর্সা নদী থেকে শুরু হবে র্যাফটিং এবং শেষ হবে হাসিমারা ‘র কাছে তোর্সা নদীতে। মোট আড়াই ঘন্টার পথ। মাঝে দলসিং পাড়ায় তোর্সা নদীর চরে চা ও স্ন্যাক্স এর ব্যবস্থা থাকবে যাতে পর্যটক ‘রা এক ঘেয়েমির শিকার না হন। একেকটি র্যাফট বা ভেলায় ছয় জন করে পর্যটক থাকবে। একজন প্রশিক্ষিত গাইড ও থাকবে, প্রত্যেকের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। আপাতত দুইটি র্যাফট নিয়ে এই র্যাফটিং চালু করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। পরে পর্যটক বাড়লে র্যাফট এর সংখ্যা বাড়ানো হবে। ঝিমিয়ে পড়া পর্যটন ব্যবসায় নতুন করে প্রাণ সঞ্চার করবে র্যাফটিং এই আশায় বুক বাঁধছেন আলিপুরদুয়ার জেলার পর্যটন ব্যবসায়ীরা।
Dooars travelling: ডুয়ার্সের পর্যটনে নতুন পালক তোর্সায় রিভার র্যাফটিং
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার