রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে কৌতুহল এখন তুঙ্গে। গত একবছর ধরেই একের পর এক বদলে যাচ্ছে বিয়ের তারিখ । এবারও বিয়ের ডেট সামনে আসলেও তা নিয়ে বিভ্রান্তি লেগেই রয়েছে। শোনা গিয়েছিল, ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে। এবং ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া জুটি।এবার শোনা যাচ্ছে এই দিনগুলোর কোনওটাতেই বসছে না স্টার জুটির বিয়ের আসর। সূত্র বলছে বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। তবে একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে। সূত্রের খবর, ৪৫০ জন অতিথি উপস্থিত থাকছেন রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠানে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছিল রণবীরের রিসেপশনের অতিথি তালিকায় নাকি নাম রয়েছে ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনদেরও। তারা কি আদৌ আসবে রণবীরের রিসেপশনে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত রণবীর কাপুর একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন । কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে সবসময়েই সরগরম থেকেছে পেজ থ্রি-র পাতা। সেই সম্পর্কও অবশ্য টেকেনি। লিভ-ইন সম্পর্কের পর ২০০৮ সালে তাদের ব্রেক আপ নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। ক্যাটের জন্যই যে দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছিল তা নিয়ে জল্পনা আজও অব্যাহত রয়েছে Iএবার প্রাক্তন প্রেমিকের বিয়ের দিনকয়েক আগেই মুম্বই ছাড়লেন দীপিকা পাড়ুকোন। কিন্তু আচমকা কেন শহর ছাড়লেন বলিউডের দীপ্পি, তা নিয়ে কৌতুহল যেন ক্রমশ বাড়ছে। তবে কি এখনও পুরোনো প্রেমিককে ভুলতে পারছেন না দীপিকা, অভিনেত্রীর শহর ছাড়ায় এই প্রশ্নই উঠছে ভক্তদের মনে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper