পরিচালক মহেশ ভাটের ছোট কন্যা হিসেবে নয়, বরং নিজের অভিনয় দক্ষতা দিয়েই বি-টাউনে দাপটের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট। একের পর এক ব্লকবাস্টার সিনেমা রয়েছে তার ঝুলিতে। ১৫ এপ্রিল বিয়ে করতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। বিয়ের আগে আলিয়ার এক পুরোনো ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যা শুনলে চোখ কপালে উঠবে সবার।শুটিং করতে গিয়ে জীবনের একটি অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন বলি অভিনেত্রী আলিয়া । বডিগার্ড ছাড়া গভীর রাতে একা বেরিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন তিনি Iসূত্র থেকে জানা গেছে, প্রাক্তন বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মলহোত্রার বাড়ি থেকে রাত ৩ টের সময় একা বেরিয়েছিলেন আলিয়া। যদিও বেরানোর আগে একাধিকবার তিনি তার নিজের দেহরক্ষীকে ফোন করেছিলেন এবং বলেছিলেন সিদ্ধার্থর বাড়ির আশেপাশেই থাকতে । কিন্তু অনেকবার আলিয়া ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। গভীর রাতে আলিয়ার ফোন তোলেননি সেই দেহরক্ষী। অনেকক্ষণ পর অবশেষে আলিয়ার ফোনের সাড়া দিয়েছিলেন দেহরক্ষী। তারপর গাড়িতে ওঠার পরই আলিয়া বুঝতে পারেন দেহরক্ষী মদ্যপ অবস্থায় রয়েছে। সেই অস্বস্তিকর পরিস্থিতিতেও তিনি কোনও ঝামেলায় না গিয়ে গাড়ির ভিতর চুপচাপ বসে ছিলেন। আলিয়া নিজের বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করছিলেন। তারপরই গার্ডকে ডেকে জিজ্ঞাসা করলেও তার দেহরক্ষী মদ্যপ থাকার কথা অস্বীকার করে। রিপোর্টে জানা গেছে, আলিয়ার মা সোনি রাজদান পরের দিনই তার দেহরক্ষীকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিলেন।