আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি’র কৃতী এথলেট বৃথিকা রাভা ভারতের হয়ে এশিয়ান গেমসে অংশ নিতে বৃহস্পতিবার রওয়ানা হচ্ছেন ব্যাংককের উদ্দ্যেশ্যে। প্রত্যন্ত এলাকার এক দরিদ্র জনজাতি পরিবারের এই কৃতি ক্রীড়া বিদের ব্যাংকক যাত্রায় প্রধান বাধা অর্থ। এই খবর পেয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার আজ বৃথিকার বাড়ি যান। তার পরিবারের সাথে কথা বলে বৃথিকাকে আর্থিক সহায়তা প্রদান করে এশিয়ান গেমসে তার সার্বিক সফলতা কামনা করেন। তার সাথে ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে ও এলাকার বিশিষ্টজনেরা। শীলা দাস সরকার জানান সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে তিনি দেশের গর্ব বৃথিকাকে আর্থিক সহায়তা দিয়েছেন। উল্লেখ্য কিছুদিন আগে কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার ও বৃথিকাকে আর্থিক সহায়তা দিয়েছেন। বৃথিকা ও তার পরিবার এই সহায়তা পেয়ে খুশী।
asian games 2022-Alipurduar: এশিয়ান গেমসে ভারতের হয়ে অংশ নিতে যাচ্ছেন বৃথিকা, আর্থিক সহায়তা দিয়ে তার সাফল্য কামনা করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার, এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper