টলি অভিনেত্রী মিশমি দাস অভিনয় থেকে ব্রেক নিয়ে দূরে ছিলেন এতদিন। এই নিয়ে টলিপাড়ার অন্দরে কানাঘুষোও কম হয়নি। অনেকেই বলতে শুরু করেছিলেন অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস। কেন আচমকাই শুটিং থেকে বিরতি নিয়েছেন মিশমি তা নিয়েও চর্চা ছিল তুঙ্গে। এবার সকলের জল্পনার মধ্যেই নতুন ধারবাহিকে ফিরছেন মিশমি দাস। অভিনয় থেকে লম্বা ব্রেক নিয়ে ফের জি বাংলার নতুন ধারাবাহিক দিয়ে অভিনয়ে কামব্যাক করছেন মিশমি । এখনও পর্যন্ত ধারাবাহিকের নাম জানা নাগেলেও সূত্রের খবর এই ধারাবাহিকেও খলনায়িকার চরিত্রে দেখা যাবে মিশমিকে। অভিনেত্রীর ফিরে আসার খবরে অভিনেত্রীর অনুরাগীরা সকলেই খুব খুশি। অভিনয় থেকে লম্বা বিরতি নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন মিশমি দাস। নিজেকে একটু সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মিশমি । নিজেই জানিয়েছিলেন, নির্জন সমুদ্রের ধারে গিয়ে একান্তে কিছুটা সময় কাটাবেন প্রেমিকের সঙ্গে। এমনকী গোয়ার সমুদ্র থেকে ছবি শেয়ার করেছিলেন এই পথ যদি না শেষ হয়-এর খলনায়িকা মিশমি। কখনও বিচের ধারে আবার কখনও শরীরচর্চা করার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। টেলিভিশনের দর্শকদের কাছেও খুব জনপ্রিয় মিশমি দাস। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা। টানা তিনমাস বিশ্রামের পর কাজে ফিরছেন মিশ মিশমি দাস। একাটানা কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এবার ফ্রেশ অক্সিজেন নিয়ে তাজা মুড নিয়ে কামব্যাক করছেন মিশমি। তার নতুন কাজ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে I