বলিউডে বিতর্ক নতুন কোনও বিষয় নয়। তবে বেশ কিছুদিন ধরে অন্য কারণে সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ । ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়েছেন বলি নায়িকা । তবে শুধু নাম জড়ানোই নয়, একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হওয়ার পর থেকেই জ্যাকলিন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। নায়িকার সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ স্পষ্ট। এবার জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ইডি।মিডিয়া রিপোর্ট অনুযায়ী জ্যাকলিনের ৭.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার মধ্যে ৭.১২ কোটি টাকা এফডি করা। ইডি অনুমান করছে প্রতারণার ৫.৭১ কোটি টাকা জ্যাকলিনকে দিয়েছিল সুকেশ। আরও জানা গেছে, জ্যাকলিনকে প্রায় ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার ও ২৭ হাজার অষ্ট্রিলিয়ান ডলার দিয়েছিল প্রতারক সুকেশ চন্দ্রশেখর। এর আগে জ্যাকলিনকে একাধিকবার জেরা করেছে ইডি। জ্যাকলিনের মন জিততেই কোটি কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর । সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে । সম্প্রতি ইডি-র জেরায় সমস্ত কিছু স্বীকার করেছেন সুকেশ চন্দ্রশেখর যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ।সম্প্রতি ইডি-র পক্ষ থেকে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হয়েছে সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে। সূত্র থেকে জানা গেছে, চার্জশিটে সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ। তদন্তে নেমে ইডি জানতে পারে একাধিক দামি উপহারে জ্যাকলিনকে ভরিয়ে দিয়েছিলেন সুকেশ। উপহারের তালিকায় ছিল ব্র্যান্ডেড গাড়ি, ডিজাইনার ব্র্যান্ড গুচ্চি আর শ্যানেল-এর দুটো ব্যাগ,গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট সহ আরও অনেক কিছু। দাখিল করা চার্জশিটে ইডি-জানিয়েছে,সুকেশ তাকে একটি মিনি কুপার গাড়ি উপহার দিয়েছিল তবে তা ফিরিয়ে দেন জ্যাকলিন। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ভোরে উঠেছে নানা মন্তব্যে । নায়িকার অনুরাগীরা যে অভিনেত্রীর জন্য চিন্তিত সেটা মিডিয়া পোস্ট দেখলেই অনুমান করা যায় I