বাঙালি তথা ভারতের কিংবা বিশ্ব সিনেমা জগতের কিংবদন্তি, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ জন্মদিন। ফেলুদা, প্রফেসর শঙ্কুর শ্রোষ্ঠার জন্মদিনে বাঙালি আজ আবেগপ্রবণ ও স্মৃতি কাতর I চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল নক্ষত্র যিনি গোটা চলচ্চিত্র তো বটেই এমনকী পুরো ভারতীয় সিনেমার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিলেন তার ১০১ তম জন্মদিবসে এই যুগ নিউজ পোর্টালের তরফ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি I১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা পরিবারেই তার জন্ম । সত্যজিৎ রায় এই নামটাই যেন যথেষ্ঠ। বাঙালি শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে তিনি আইকন স্বরূপ। সালটা ১৯৪৮। পরিচালক ভিত্তোরিও ডি সিকা-র ‘দ্য বাইসাইকেল থিভস’ দেখেই ‘পথের পাঁচালী’ তৈরি করার সিদ্ধান্ত নেন সত্যজিত। আর সেই সিনেমাই ভারতীয় চলচ্চিত্রের প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিল। তিনি শুধু জীবন নয় বরং আমাদের চিন্তার ক্ষেত্রেও বদল এনেছিলেন।’পথের পাঁচালী’ ছবিটি মোট ১১ টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিল। তারপরের দুটি ছবি ‘অপরাজিত’, ‘অপুর সংসার’ এই তিনটি ছবিই বিশ্বদরবারে অপুর ট্রিলজি নামে পরিচিত। ‘অপরাজিত’ ছবির সাফল্য তাকে আন্তজার্তিক মহলে আরও পরিচিত করে তুলেছিল। সাদা-কালো ছবিতেই বাংলা সিনেমার নতুন প্রেক্ষাপট রচিত করেছিল সত্যজিৎ রায় I আজও এই নামের কোনও উত্তরসূরি নেই বাংলায় সিনেমায়। কারণ তিনি এক এবং অনন্য। তার তৈরী চলচ্চিত্র শুধু নয়, তার লেখা ও সৃষ্ট চরিত্ররা আমদের জীবন পূর্ণ করে রেখেছে I মহারাজা তোমাকে সেলাম I