চলতি বছরের ঈদ উৎসবে সামিল হয়েছেন নুসরত জাহান। তবে এবারের পবিত্র ঈদ নুসরত জাহানের কাছে বেশি স্পেশ্যাল । কারণ ছেলে হওয়ার পর জীবনে প্রথমবার ঈদ সেলিব্রেট করেছেন নুসরত জাহান। এই জন্যই এবারের ঈদ ঘরোয়া ভাবেই পালন করেছেন এই সাংসদ তারকা।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়ে ছিলেন ঈদে কী প্ল্যান রয়েছে তার। নুসরত জানিয়েছেন , এবারের ঈদ একদমই ঘরোয়া ভাবে পালন করবেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই ঈদ সেলিব্রেট করবেন নায়িকা। যেহেতু ছেলে ঈশানের প্রথম ঈদ, তাই এবছরটা অনেক অনেক বেশি স্পেশ্যাল। আর সদ্যই যেহেতু শুটিং সেরে বিদেশ থেকে ফিরেছেন নায়িকা, তাই এই স্পেশ্যাল দিনটার পুরোটা ঈশানের সঙ্গে কাটাবেন বলে জানিয়ে ছিলেন অভিনেত্রী।তারকার এই পোস্ট ঘিরে নানা ধরনের মন্তব্য দেখা গেছে I রীতিমত অভিনেত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাঁকে বিঁধেছেন অনেকে। তবে এত ক্ষোভের কারণ একটাই। কিছুটা খোলামেলা পোশাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত । ফলে সোশ্যাল মিডিয়ায় মুসলিম ধর্মাবলম্বীদের তীব্র রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে।
তবে অভিনেত্রীর অনুরাগীরা অবশ্য সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন I