সদ্য শেষ হলো ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । করোনার কারণে উৎসবের দিনক্ষণ পেছোলেও উৎসবের জাঁকজমকে ভাটা পড়েনি।চলচ্চিত্র উৎসব উপলক্ষে তারার মেলা বসেছিল। এ সময় বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, রাজ চক্রবর্তী, অভিনেতা রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ সহ উপস্থিত ছিলেন টালিউডের একঝাঁক তারকা। কিন্তু কোথাও দেখা মেলেনি টলিউডের তারকা অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে। চলচ্চিত্র উৎসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিমি। তার অভিযোগ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডাস্ট্রির কেউ তাকে আমন্ত্রণই জানায়নি।ক্ষুব্ধ মিমি বলেন, মমতা ব্যানার্জি তো এ দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওনার পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না। এটাই দুঃখ লাগে যে, কেউ আমাকে ডাকেননি। যারা চলচ্চিত্র উৎসবের দায়িত্বে ছিলেন, একটা ফোন তো দূরের কথা, কেউ একটা মেসেজও করেননি।আয়োজকদের প্রতি মিমির এমন আক্রমণের পর নায়িকার অনুরাগীদের কাঠগড়ায় পরিচালক রাজ চক্রবর্তী। কারণ চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন রাজ। টালিউডে গুঞ্জন শুভশ্রীর স্বামী রাজকে টার্গেট করেই বিস্ফোরক এই অভিযোগ তুলেছেন মিমি।একসময় মিমি আর রাজের সম্পর্ক নিয়ে টালিপাড়ায গুঞ্জন ছিল। পরে তাদের বিচ্ছেদ হয়। রাজ-শুভশ্রীর প্রেম নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মিমি। যদিও এখন সেসব অতীত । রাজ বিয়ে করেছেন শুভশ্রীকে। কিন্তু চলচ্চিত্র উৎসব কে কেন্দ্র করে নতুন করে রাজকে নিশানা করা পুরনো বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দেওয়া বলে অনেকে মনে করছেন। তবেএ বিষয়ে সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি রাজ চক্রবর্তী। কিন্তু গুঞ্জন চলছেই I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper