বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির হিট অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন শ্রীদেবী। সেইসময়ের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তবে কয়েকবছর আগেই রহস্যজনক ভাবে দুবাইতে প্রয়াত হয়েছেন তিনি। তবে বর্তমানে তার মেয়ে জাহ্নবী কাপুরের জন্য মিডিয়াতে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে । জাহ্নবী বর্তমান সময়ে বলিউডের সুন্দরী তরুণ অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ইতিমধ্যেই তিনি একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। সম্প্রতি আবারও মিডিয়ার আলোচনায় জাহ্নবী। নিজের এক বিশেষ পুরুষ বন্ধুর কারণেই চর্চায় অভিনেত্রী।সুত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে প্রায়ই ওরহান নামের একটি ছেলের সাথে দেখা মিলছে নায়িকার। প্রায়দিনই তার সাথে বাইরে রাত কাটান তিনি। বন্ধুত্ব দিয়ে তাদের সম্পর্কটা শুরু হলেও বর্তমানে তা প্রেমের দিকে এগোচ্ছে, তেমনটাই জানা গিয়েছে। শেষ বেশ কয়েকবছর ধরে তাদের একসাথে দেখা যাচ্ছে। থেকে থেকেই তাদের ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়
। আপাতত তাদের সম্পর্ক নিয়ে অভিনেত্রীর অনুরাগীরাও কৌতুহলী।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper