বড়সড় বিপাকে পড়লেন বলি নায়িকা । ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। জ্যাকলিন ফার্ণান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। ডান্স ক্লাস থেকে বেরানোর সময় জ্যাকলিনের যখন ক্যামেরার পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময়েই তার গালে কালো দাগ স্পষ্ট দেখা যায়। যা লাভ বাইট বলছে সাইবারবাসী।এই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ছবিতে জ্যাকলিনের গলায় দেখা গেছে লাভ বাইট, যা সুকেশের ভালবাসার চিহ্ন বলেই ধরে নিয়েছেন নেটিজেনদের একাংশ। ঘনিষ্ঠ ছবি ফাঁস হতেই চরম ট্রোলের মুখে পড়েছিলেন জ্যকলিন। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় সাত কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের কাছ থেকে। এমনকী ইডি-জেরায় সমস্ত গোপন তথ্যও ফাঁস করেছেন জ্যাকলিন।জ্যাকলিনের মন জিততেই যে কোটি কোটি টাকার উপহার দিয়েছিলেন সম্প্রতি ইডি-র জেরায় তা স্বীকার করেছেন সুকেশ চন্দ্রশেখর ।নায়িকা যে এই বিতর্কে চরম বিপাকে পড়েছেন সেটা বিলক্ষণ বোঝা যাচ্ছে I