বলিউডের নায়িকা উরফি জাভেদ ছোট পর্দা থেকেই নিজের কেরিয়ারের শুরু করেন। বিগবস অটিটি থেকে পান জনপ্রিয়তা। তবে উরফি এখন চর্চায় থাকেন তাঁর পোশাকের জন্য।রোজ রোজ উদ্ভট সব পোশাক পরে রাস্তা ঘাটে গিয়ে ফটোশ্যুট করেন তিনি। আর সেই সব পোশাকের জন্যই তিনি হয়ে ওঠেন খবরের শিরোনাম। কারণ পোশাককে নানা ভাবে কেটে শরীরের প্রায় সবটা খোলা রেখেই পরতে দেখা যায় উরফিকে।সমালোচনার ঝড় ওঠে তাঁর পোশাক নিয়ে। তবে উরফির রোজগার জানলে চমকে যাবেন Iসূত্রের খবর, ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকে মাত্র কয়েকটি এপিসোড করেই উরফি ৫৫ লক্ষটাকা নিয়েছেন। প্রতি পর্ব পিছু উরফি ৩০ হাজার টাকা নেন। এছাড়াও প্রতিদিন তিনি নানা ফটোশ্যুট, মডেলিং, ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করে থাকেন। আর সেখান থেকে মাসে ১ কোটি ৮০ লক্ষ টাকা কম করে রোজগার করেন উরফি I সর্বোচ্চ ২২ কোটি টাকা পর্যন্ত রোজগার করেন এই নায়িকা। মুম্বইতে আলিসান ফ্ল্যাট ও বেশ কয়েকটি দামি গাড়িও রয়েছে তাঁর।উরফির সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন যে তার এমন ইনকামের অন্যতম কারণ সে বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই I