প্রায়শই নানা কারণে খবরে থাকেন অভিনেত্রী মৌনি রায়। সদ্য করণ জোহরের জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল মৌনিকে। সেই পার্টিতে বরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। পরনে ছিল স্কিন কালারের লং ড্রেস। করণ জোহরের পার্টি উপলক্ষ্যে ইয়শ রাজ ফিল্মস পার্টি থ্রো করেছিলো। সেখানেই উপস্থিত হয়েছিলেন মৌনি। তাঁর স্টাইল স্টেইটমেন্ট নজর কেড়েছিল সকলের। মাঝে মধ্যে নানা কারণে খবরে আসেন মৌনি রায় সেটা কখনও মজার ভিডিও পোস্ট করে তো কখনও ব্যক্তিগত জীবনের ছবি পোস্ট করে Iউন্মুক্ত বক্ষবিভাজিকা আর খোলা চুলে করণ জোহরের পার্টিতে উপস্থিত হন তিনি। অফ শোল্ডার গাউনে মৌনির রূপ চমকে দিয়েছিল সকলকে। পায়ে ছিল হাই হিল। করণের পার্টিতে মৌনির সাজ নেটিজনদের মনে ঝড় তুলেছে। এদিন উপস্থিত হয়েই ক্যামেরার সামনে পোজ দেন মৌনি রায়। পাশে ছিলেন তার বর সূরজ। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি।