মা শ্রীদেবীর মতো কী ভাবে অনুরাগীদের মন পেতে হয়, তা নখদর্পণে রেখেছেন কন্যা জাহ্নবীও । বিভিন্ন অনুষ্ঠানে নিত্যনতুন সাজপোশাকে ধরা দেন তিনি। আর যদি বা ঘর থেকে একটু দূরেও যান, হটনেসে পতঙ্গের মতো কাছে টেনে আনেন অনুরাগীদের। মাত্র ২৫ বছর বয়সেই তাঁর রূপে যেন চোখ ধাঁধিয়ে যায় ক্যামেরারও Iআগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবী অভিনীত ছবি ‘গুডলাক জেরি’। তারই প্রচারে এসেছিলেন শ্রীদেবী-কন্যা। সঙ্গে সেই দুধসাদা উপস্থিতি আর মানানসই হালকা সাজ।সাদা লেসের জামায় বক্ষসৌন্দর্য বাড়িয়ে উরু-চেরা একফালি স্কার্ট অঙ্গে জড়িয়ে মোহিত করলেন সকলকে। উপরে মানানসই দুধসাদা ব্লেজার। সেই বেশে রাজহংসীর মতো হাজির হলেন এক অনুষ্ঠানে। তাঁর সাজ দেখে মুগ্ধ সকলে।‘গুডলাক জেরি’-র প্রচারের কাজের ফাঁকেই বাবা বনি কাপুরের ছবিতে নাম লিখিয়েছেন জাহ্নবী। বনি কাপুর প্রোডাকশনের নতুন ছবি ‘মিলি’। মুম্বই সংবাদসংস্থার খবর একটি বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয়ও করছেন বাবা-মেয়ে। আগামী সপ্তাহে মুম্বইয়ে এই বিজ্ঞাপনের শ্যুটিং শুরু হওয়ার কথা। বাবার সঙ্গে অভিনয়, অপর দিকে বাবার ছবিতে প্রথম কাজ এই দুই নিয়েই এখন খোশমেজাজে ‘বনি-কন্যা’।