Breaking News

Sara Tendulkar: সচিন-কন্যা কে সোশ্যাল মিডিয়ায় ট্রোল, সরগরম নেটপাড়া

ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর কে নিয়ে নেটদুনিয়ার কৌতুহলের শেষ নেই। নিজের গ্ল্যামারাস অবতার দিয়ে সচিন কন্যা এখন মুগ্ধ করেছে নেট-নাগরিকদের যে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া সবসময়ই সরগরম থাকে। সবেমাত্র কয়েকটি মডেলিং করেছেন তিনি, তবে সারা তেন্ডুলকরের ফ্যান ফলোইং অসংখ্য। তবে এর মধ্যে সচিন-কন্যাকে ইনস্টাগ্রামে আপত্তিকর ম্যাসেজ পাঠিয়েছিলেন একজন। তাঁর স্ক্রিনশট নিজের ইনস্টা স্টোরিতে দিয়ে দেন সারা।বাবার টাকা নষ্ট করছে’, সোশ্যাল মিডিয়ায় সারাকে ম্যাসেজ করা হয়। তবে এটার জবাবও দেন তিনি। লেখেন, ‘উমম… কফিতে কোনও টাকা খরচ করার মানে সেটা ভালো জায়গায় খরচ করা, নষ্ট করা নয়।’সচিন আর অঞ্জলির প্রথম সন্তান সারা। ছোট ছেলে অর্জুন বাবার পথে হেঁটেই ক্রিকেটের জগতে পা রেখেছেন। ভাইকে চিয়ারআপ করে প্রায়ই পোস্ট করেন সারা।সারা তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। সচিনের মেয়ে কোনও ছবি পোস্ট করলেই তা নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ২.১ মিলিয়ন মানুষ সারাকে ইনস্টাগ্রামে ফলো করেন। ইতিমধ্যেই পেশাদার অভিনয়ের পাঠ নিয়েছেন সারা। কিছু বিজ্ঞাপনে কাজও করেছেন। মডেলিংও করেছেন। মায়ের মতো ডাক্তারি পড়লেও বোঝা যাচ্ছে সচিন-কন্যার ঝোঁক গ্ল্যামার ওয়ার্ল্ডেই! যে ছবি দিয়ে তিনি ডেবিউ করবেন, আপাতত জোর কদমে চলছে তাঁরই প্রস্তুতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।