Breaking News

Jeetu Kamal: স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের চরিত্রে অভিনয় করবেন জিতু, দক্ষিণী ছবিকে টেক্কা দেওয়ার হুঁশিয়ারি

অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির জন্য এই মুহূর্তে জিতু কামাল দর্শকদের ভালবাসায় মজে আছেন I বহুল প্রশংসিত হয়েছিলেন পর্দার সত্যজিৎ কে বাস্তব ভাবে নিখুঁত ফুটিয়ে তোলার জন্য। অভিনেতার কাছে এবার আরো খুশির খবর I তিনিই এবার তিতুমীরের চরিত্রে অভিনয় করবেন। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের তিতুমীর ছবিতে তিতুমীরের চরিত্রে অভিনয় করবেন জিতু। ছবির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নায়ক। তিতুমীরে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে জিতুকে । তিতুমীরকে নিয়ে পড়াশোনা করে আরও গভীরভাবে সবটা জানার চেষ্টা করছেন অভিনেতা। তার কথায়, ‘যত পড়ছি, জানছি তত কৌতূহল বাড়ছে ।’ সিনেমার জন্য ঘোড়সওয়ার ও লাঠি চালনা, তরোয়াল চালনারও প্রশিক্ষণ নেবেন অভিনেতা ।ছবির প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘আমার আগের ছবির প্রযোজক ফিরদাউসুল হাসান-এর কাছে প্রথমে ছবিটা এসেছিল। উনিই আমাকে পরিচালক দেবদিত্য বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন। জানান ছবির বিষয় তিতুমীর, ওই চরিত্রটিতেই অভিনয়ের প্রস্তাব দেন। এরপর চিত্রনাট্য যখন শুনলাম, তখন সেটা আমার ভীষণ পছন্দ হয়। এক তো অপরাজিত করার পর অনীকদার কাজ, এবং সেই কাজের প্রতিফলন, দর্শকদের প্রশংসা আমায় প্রভাবিত করেছে। আর তারপরই দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় এমন একটা চিত্রনাট্য আমায় শুনিয়েছেন, যেখানে অভিনেতা, পরিচালক, আর্ট ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট সকলেরই প্রচুর কিছু করণীয় রয়েছে। আর এর জন্যই আমি হ্যাঁ করেছি।’ জিতু কামালের কথায়, বাঁশের কেল্লার কথা সকলেরই জানা। স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের ভূমিকা, ইংরেজ শাসনের বিরুদ্ধে তাঁর লড়াই, সবটাই আমরা জানি। সেটাই আমায় আকর্ষিত করেছে। ছবিতে মীর নাসির আলীর তিতুমীর হয়ে ওঠার কাহিনী উঠে আসবে।’ অভিনেতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রিপল আর-এর মতো বড় স্কেলে তৈরি হবে সিনেমাটি। দর্শকদের মধ্যে এখন থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা চরমে উঠেছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।