তরুণীকে বলপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। টিটাগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো নিউ লাইন এলাকার ঘটনা। অভিযোগ, বুধবার রাতে বাড়ির সামনে একাই বসেছিল ওই তরুণী। মদ্যপ অবস্থায় চার যুবক এসে তরুণীর মুখ বেঁধে বাড়ির কাছেপিঠেই জঙ্গলে নিয়ে যায়। সেখানে ওই চার যুবক তরুনীকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করে। ইমেয়ের মুখ চেপে মাঠের পাশে জঙ্গলে নিয়ে যায়। সেখানে ওরা বলপূর্বক মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর বলেন, অভিযোগ জমা পড়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।
Titagarh Rape: টিটাগড়ে তরুণীকে বলপূর্বল ধর্ষণ করার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর