চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানিকে ফের বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। বিচারক ধৃতকে ১৪দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত, চিটফান্ড সংস্থার সঙ্গে যোগসূত্র থাকার কারনেগত ২ সেপ্টেম্বর রাজু সাহানিকে গ্রেপ্তার করে সিবিআই। ওইদিন রাজুর বাড়ি ও রিসোর্ট থেকে সিবিআই ৮০ লক্ষ টাকা উদ্ধার করে। পরদিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর ধৃতকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিন তদন্তকারীরা দাবি করেন, হংকং, ব্যাঙ্কক-সহ থাইল্যান্ডে ধৃতের তিনটি সংস্থার হদিশ মিলেছে। যদিও ধৃতের আইনজীবীর দাবি, বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে তাঁর মক্কেলের কোনও সম্পর্ক নেই।
Halisahar: চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানির ১৪ দিনের জেল হেফাজত
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর