ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে কোচবিহার জেলার গোপালপুরে সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর কার্যালয়ে শুক্রবার সুভ সূচনা হল ইন্টার ফ্রন্টিয়ার ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। সীমান্ত রক্ষী বাহিনীর ডি আই জি রবীন্দ্র সিং রানাওয়াত এদিন এই দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন। জানা গেছে দশ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় সীমান্ত রক্ষী বাহিনীর এগারোটি ফ্রন্টিয়ারের মোট ছেষট্টি জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছেন।
CoochBehar: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে ইন্টার ফ্রন্টিয়ার ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার