দশমী থেকে উত্তরবঙ্গ জুড়ে চলছে লাগাতার বৃষ্টি। সমতল তো বটেই ভুটান পাহাড়ের প্রবল বৃষ্টিতে উত্তরের সব কটি নদীর জলস্তর বেড়ে গিয়েছে।ডুয়ার্সের পাহাড়ি নদীগুলো হয়ে উঠছে ভয়ংকর। দশমীতে ভাসানে গিয়ে মালবাজারে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। আজ ও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টিতে ডুয়ার্সের অনেক জায়গায় নেমেছে ধ্বস। জলপাইগুড়ি জেলার মালবাজারের নিউ হাইওয়েতে একটি সেতুতে উঠার মুখে ধ্বস নেমে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। যান চলাচল ঘটছে বিঘ্ন। সড়ক বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় ধ্বস মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে তৎপর বলে জানা গেছে।
Jalpaiguri: লাগাতার বর্ষনে নিউ মাল হাইওয়ের উপর একটি সেতুতে উঠার মুখে ধ্বস
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper