ভারত বর্ষ এর স্বাধীনতার প্রাক্কাল থেকে বাংলার বাজারে বাজির জগতে সুখ্যাতি অর্জন করেছিলেন বুড়িমার বাজি সেই বুড়িমার নিবাস ছিল হাওড়ার বেলুড়ে সেই থেকে আজ অব্দি যদিও বুড়িমা জীবিত নেই পরলোক গমন করেছেন তিনি কিন্তু এই বাজির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বুড়িমার নাতি সৌমেন বাবু তিনি জানালেন বর্তমানে প্রশাসনের নির্দেশে শব্দবাজি প্রায় নিষিদ্ধ একটি সময় ছিল যখন বুড়িমার শব্দবাজির ব্যাপক প্রসার ছিল এখন সেই শব্দবাজি নিষিদ্ধ হওয়ার ফলে বাজারে এসেছে সবুজ বাজি বর্তমানে এই সবুজ বাজি র মূল্য আগের বাজির তুলনায় অনেক গুণ বেশি এবং যেসব বাজি সরকারের অনুমতিতে চলছে এইসব বাজিগুলো কিনতে ক্রেতাদের তেমন ভিড় চোখে পড়ছে না কারণ ক্রেতাদের সবচাইতে চাহিদা বেশি শব্দবাজি র কিন্তু সরকারের অনুমোদন নেই সেহেতু শব্দবাজি আর তৈরি করছেন না বুড়িমার ফায়ার কোম্পানি বিগত তিন বছর প্রাকৃতিক দুর্যোগ এবং করোনার ফলে বাজির বাজার তেমন ছিল না এবছর বাজি তৈরি হলেও ক্রেতাদের সংখ্যা খুবই কম। তাই কি করে এই ব্যবসা কে টিকিয়ে রাখবেন সেই চিন্তাতেই ব্যস্ত এই কোম্পানির কর্ণধার তিনি আরো জানান যেহেতু বুড়িমা একটি ব্র্যান্ড তার যদি এমন অবস্থা হয় ছোটখাটো ব্যবসায়ীদের কি করুন অবস্থা তা বলার বাইরে এক কথায় বাজি র ব্যবসায় মন্দা নেমে এসেছে ।
Howrah: ডুবতে বসেছে বাজি ব্যবসা
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper