বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা টাউন ব্লক ও ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী ও প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ফালাকাটা কমিউনিটি হলে। অপরদিকে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের অনুষ্ঠান আয়োজিত হয় জটেশ্বর কমিউনিটি হলে। উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, জেলা আই এন টি টি ইউ সি সভাপতি বিনোদ কুমার মিঞ্জ সহ অন্যান্য নেতৃত্ব।
Alipurduar TMC: একই দিনে আয়োজিত হল ফালাকাটা টাউন ব্লক ও ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার