অপরাধ কমাতে শুক্রবার ব্যারাকপুর থানা এলাকায় সিসিটিভি নেটওয়ার্কের উদ্বোধন করা হল। এদিন ব্যারাকপুর থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোট ১৯টি সিসিটিভি ক্যামেরা মোতায়ন করা হল। ক্যামেরা বসানোর উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর ও উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান যথাক্রমে উত্তম দাস ও মলয় ঘোষ-সহ কমিশনারেটের অন্যান্য অধিকারিকরা।
Barrackpore: ব্যারাকপুর থানা এলাকায় অপরাধ কমাতে নজরদারি সিসিটিভি নেটওয়ার্কের উদ্বোধন
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর