আজ দুপুরে হাওড়া কদমতলা ব্যাট রা থানার অন্তর্গত পাওয়ার হাউজ এলাকায় সিইএসসি র বিদ্যুৎ দপ্তরে বিধ্বংসী আগুন লাগে। আগুন দেখে পথ চলতি মানুষ ও আশেপাশের দোকান এবং বাড়ির মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় ।খবর দেওয়া হয় দমকলে। পরপর তিনটি দমকল ছুটে আসে আগুন নিয়ন্ত্রণের জন্য এবং ঘটনার স্থলে আসে পুলিশ ।ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যেহেতু পাওয়ার হাউজ জনবহুল এলাকা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো দমকলের তৎপরতায় আগুন অতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে তার ফলে মানুষ স্বস্তি পায়। মনে করা হচ্ছে ট্রান্সফরমারে আগুন লাগার ফলেই এই বিপত্তি ।তবে পুলিশও তদন্ত করছে কি কারনে এই অগ্নিকাণ্ড ঘটলো। কোন হতা হতের খবর নেই।
Fire Howrah: হাওড়া কদমতলায় সিইএসসি র বিদ্যুৎ দপ্তরে আগুন
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া