বৃহস্পতিবার (Jalpaiguri)কেলএলও সুপ্রিমো জীবন সিংহের সাথে যে কেন্দ্রর শান্তি আলোচলা চলছে বলে তার দ্রুত শেষ করে কোচ কামতাপুর রাজ্য গঠনের আবেদন করে আকসুর ছাত্র ও যুব সংগঠন। উল্লেখ কোচ রাজ্যের বিষয়ে ভারত সরকারের নর্থ ইস্ট এডভাইসর একে মিশ্রের মধ্যস্ততায় কেএলও সুপ্রিমোর আলোচনা চলছে। এদিন সংগঠনের রমা রায়, ময়নাগুড়ি, জলপাইগুড়ি জেলা আকসুর সম্পাদক অনুপম রায় ও যুব সংগঠনের নেতারা এক ভিডিও বার্তায় পৃথক পৃথক ভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিতসাহের নিকট আবেদন করেন।
Jalpaiguri: আকসুর তরফে কেএলও সুপ্রিমোর সাথে শান্তি আলোচনা শেষ করে দ্রুত কোচ কামতাপুর রাজ্য গঠনের আবাদেন
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি