Breaking News

Jalpaiguri: আকসুর তরফে কেএলও সুপ্রিমোর সাথে শান্তি আলোচনা শেষ করে দ্রুত কোচ কামতাপুর রাজ্য গঠনের আবাদেন

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: আকসুর তরফে কেএলও সুপ্রিমোর সাথে শান্তি আলোচনা শেষ করে দ্রুত কোচ কামতাপুর রাজ্য গঠনের আবাদেনবৃহস্পতিবার (Jalpaiguri)কেলএলও সুপ্রিমো জীবন সিংহের সাথে যে কেন্দ্রর শান্তি আলোচলা চলছে বলে তার দ্রুত শেষ করে কোচ কামতাপুর রাজ্য গঠনের আবেদন করে আকসুর ছাত্র ও যুব সংগঠন। উল্লেখ কোচ রাজ্যের বিষয়ে ভারত সরকারের নর্থ ইস্ট এডভাইসর একে মিশ্রের মধ্যস্ততায় কেএলও সুপ্রিমোর আলোচনা চলছে। এদিন সংগঠনের রমা রায়, ময়নাগুড়ি, জলপাইগুড়ি জেলা আকসুর সম্পাদক অনুপম রায় ও যুব সংগঠনের নেতারা এক ভিডিও বার্তায় পৃথক পৃথক ভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিতসাহের নিকট আবেদন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।