দক্ষিণ কলকাতার এক নামী ইন্টারন্যাশন্যাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সাইনা। মন ভারাক্রান্ত, তবুও জীবনপথে এগিয়ে যেতে হবে। প্রয়াত বাবার স্বপ্নপূরণ করাই এখন ১২ বছরের সাইনার একমাত্র লক্ষ্য। কে এই সাইনা জানেন? সদ্য প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে Iচোখের কোণের জল শুকোয়নি। নিজের প্রিয়বাবাকে হারানোর যন্ত্রণা মনের ভিতর এখনও তরতাজা। তবুও এর মাঝেই নতুন পথে পা বাড়াচ্ছে অভিষেক কন্যা সাইনা । অভিষেকের চোখের মণি ছিল তাঁর মেয়ে। বৃহস্পতিবার ক্লাস সেভেনের প্রথম ক্লাস সাইনার । সবটা আগের মতোই রয়েছে, শুধু বাবা নেই। তাই এইদিন স্কুলের জন্য তৈরি হয়ে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে ওঠে অভিষেক কন্যা Iএদিন অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকেই বাবার ছবিকে জাপটে ধরে থাকা সাইনার এই বিশেষ মুহূর্তটি শেয়ার করেছেন সংযুক্তা চট্টোপাধ্যায়।বাবার উদ্দেশে ডলের বার্তাও ভাগ করে নেন তিনি। ডল লিখেছে, ‘প্রিয় বাবা, আমি ক্লাস সেভেনে প্রথমদিন স্কুলে যাচ্ছি, তোমার উপস্থিতি একান্ত কাম্য, আর আর্শীবাদও। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছো। ইতি- তোমার আদরের ডল’।ডলের জন্য কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। জীবনপথে এগিয়ে চলবার জন্য অভিষেক কন্যাকে ভালোবাসা ও আর্শীবাদ জানিয়েছে সবাই।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper