সম্প্রতি গুজরাটে আবারও বিজেপি জিতেছে ।এই জয়ের আনন্দটা বাংলার মাটিতে অন্য ভাবে ভাগ করে নিলেন জনগনের সাথে আসানসোল দক্ষিণ এর বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ।আসানসোল দক্ষিণের টিরাট চেলদ নামক গ্রামে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেন তিনি ।এই গ্রামে বহু প্রতিবন্ধী মানুষ আছেন তাদের কেও এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ডাক্তার দেখানোর পর তাদের জন্য বিনামূল্যে যন্ত্রপাতি ও সরঞ্জামের ব্যবস্থা করেন । এদিন নিজে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন । বিজেপি বিধায়িকার মানব সেবায় আনন্দিত গ্রামবাসী । গ্রামবাসীদের অভিযোগ আগে কোন বিধায়ক তাদের গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির তো অনেক দুরের কথা , তাদের গ্রামে ভোটের সময় ছাড়া কোনদিন পা ও রাখেননি । তবে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা সবসময়ই তাদের কথা ভাবেন এবং বিপদে তাদের পাশে সর্বদা থাকেন । এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ফলে বহু মানুষ উপকৃত হলো বলাই বাহুল্য ।
Agnimitra Paul: বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, আসানসোল দক্ষিণ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper