শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: ষোলো দফা দাবিতে জেলা প্রকল্প আধিকারিককে ডেপুটেশন অঙ্গনওয়াড়ী কর্মী সমিতির

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

ষোলো দফা দাবিতে (Alipurduar) আলিপুরদুয়ার জেলা প্রকল্প আধিকারিককে মঙ্গলবার ডেপুটেশন দিলো সিটু অনুমোদিত অঙ্গনওয়াড়ী কর্মী সমিতি।(Alipurduar) সংগঠনের সদস্যরা এদিন মিছিল করে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সদর দপ্তর ডুয়ার্স কন্যায় যান এবং জেলা প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দেন।Alipurduar: ষোলো দফা দাবিতে জেলা প্রকল্প আধিকারিককে ডেপুটেশন অঙ্গনওয়াড়ী কর্মী সমিতির

সংগঠনের পক্ষে রূপা দে  জানান তাদের ষোলো দফা দাবির মধ্যে অন্যতম দাবিগুলি হলো আই সি ডি এস কে বেসরকারি করন করা চলবেনা, অবিলম্বে শুন্যপদে নিয়োগ করা, অঙ্গনওয়াড়ী কর্মীদের সরকারি গ্রুপ সি এবং সহায়িকাদের গ্রুপ ডি কর্মী হিসাবে ঘোষণা করা, সমস্ত কর্মীদের স্থায়ীকরন সহ ন্যুনতম ছাব্বিশ হাজার টাকা মাসিক ভাতা প্রদান, মহামান্য সুপ্রীম কোর্টের রায়কে মান্যতা দিয়ে গ্র‍্যাচুইটি প্রদান, পেনশঅন ও গ্র‍্যাচুইটি না দেওয়া পর্যন্ত অবসর গ্রহন কালে কর্মীদের পাঁচলক্ষ ও সহায়িকাদের তিন লক্ষ টাকা প্রদান, গৃহহীন কেন্দ্রগুলিতে দ্রুত গৃহ নির্মাণ, বর্ধিত কাজে বর্ধিত মজুরি প্রদান। জেলা প্রকল্প আধিকারিক ডেপুটেশন গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার জন্য পাঠিয়ে দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।