Breaking News

সাপ বাঁচাও মানুষ বাঁচাও এর লক্ষ্যে দুদিনের কনভেনশন শুরু আলিপুরদুয়ারে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: সাপ বাঁচাও মানুষ বাঁচাও এর লক্ষ্যে দুদিনের কনভেনশন শুরু আলিপুরদুয়ারে alipurduar-a-two-day-convention-started-in-alipurduar-with-the-aim-of-saving-snakes-and-saving-people-west-bengal-india-howrah-ei-yugসাপের কামড়ে আর মৃত্যু নয়, সেই সাথে সাপ বাঁচাও মানুষ ও বাঁচাও এই লক্ষ্যে আলিপুরদুয়ারে শুক্রবার থেকে শুরু হয়েছে দুদিনের কনভেনশন।আলিপুরদুয়ার জেলা বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা ও পশ্চিমবঙ্গ সর্প বন্ধুদের যৌথ ব্যবস্থাপনায় এই কনভেনশন শুরু হয়েছে স্থানীয় ডি এ টি এম কলেজে।উদ্যোক্তাদের পক্ষে জ্যোতির্ময় রায় জানান কনভেনশনে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং অসম ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা অংশকরেছেন। কনভেনশন থেকে দাবী তোলা হয় প্রতিটি হাসপাতালে সর্প দংশনের চিকিৎসার ব্যবস্থার পরিকাঠামো গড়ে তুলতে হবে। পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় সাপেদের বাঁচানোর আবেদন ও জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।