আবগারি (Alipurduar) দপ্তরের কুমারগ্রাম সার্কেল, আলিপুরদুয়ার রেঞ্জ ও শামুকতলা থানার পুলিশ কর্মীদের যৌথ অভিযানে নষ্ট করা হয় ষাট লিটার চোলাই মদ, ষোলোশ লিটার চোলাই মদ তৈরির উপকরন বা পচাই। জানা গেছে সোমবার দিনভর শামুকতলা থানা এলাকার শামুকতলা, সান্তালপুর, রাভা বস্তি এলাকায় চোলাই মদ তৈরির বিভিন্ন ঘাটিতে এই অভিযান চালানো হয়। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে এধরনের অভিযান চালানো হচ্ছে এবং তা নিয়মিত চালু থাকবে বলে জানান আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল এর ভারপ্রাপ্ত আধিকারিক।
Alipurduar: আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত চোলাই মদ সহ মদ তৈরির উপকরন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার