শামুকতলা (Alipurduar) থানার বড় পুখুরিয়া এলাকা থেকে উদ্ধার ঝুলন্ত গৃহবধুর মৃতদেহ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হল রবিবার বিকেল চারটা নাগাদ । পুলিশ সূত্রে জানা গেছে রবিবার সকাল নটা নাগাদ শামুকতলা থানার বড় পুখুরিয়া গ্রামের গৃহবধূ আসলিনা বাস্কে তার সাড়ে তিন বছরের পুত্র সন্তানকে রেখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তার বাড়িতেই। এরপরেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । সাড়ে চার বছর আগে সামাজিক ভাবেই তার বিয়ে হয়েছিল। তার বাবার বাড়ি আসামে। কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশের। বিকেল চারটা নাগাদ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়েছে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে ।
Alipurduar: আদিবাসী গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার