Breaking News

বিশ্ব এইডস দিবসে এইডস সচেতনতা শিবির

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বিশ্ব এইডস দিবসে এইডস সচেতনতা শিবির alipurduar-alipurduar-aids-awareness-camp-on-world-aids-day-howrah-india-eiyugপ্রতি বছর ডিসেম্বর মাসের এক তারিখে বিশ্ব জুড়ে উদযাপিত হয় বিশ্ব এইডস দিবস । বিশ্ব এইডস দিবসে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের কোহিনুর চা বাগানের শ্রমিক মহল্লায় আয়োজিত হলো মারণ ব্যাধি এইডস বিষয়ে সচেতনতা শিবির। আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক স্বাস্থ্য বিভাগ, কোহিনূর গ্রাম পঞ্চায়েত ও দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই শিবির আয়োজিত হয়। এইডস কি, কিভাবে ছড়ায়, প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহন করা উচিৎ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মীগন সহ স্বেচ্ছাসেবী সংগঠন দুটির প্রতিনিধিগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।