মিড ডে মিল এর দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দিতে হবে এই দাবী সহ মোট পাঁচ দফা দাবি জানিয়ে কুমারগ্রামের বিডিও কে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কুমারগ্রাম ব্লক কমিটি। সোমবার মিছিল করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সদস্যাগন বিডিও দপ্তরে যান এবং তাদের দাবিপত্র বিডিওর হাতে তুলে দেন । সংগঠনের জেলা নেতা সুশান্ত সরকার জানান এদিন তাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে এস ডিও এবং বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি পালিত হচ্ছে, সেই কর্মসূচি অনুসারেই কুমারগ্রামের বিডিও কে ডেপুটেশন দেওয়া হয়েছে। তিনি বলেন তাদের দাবীগুলি হলো মিড ডে মিল এর দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দএওয়া, শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত না করা, মিড ডে মিলের ছাত্রপিছু বরাদ্দ কুড়ি টাকা করা, মিড ডে মিলের নামে প্রধান শিক্ষক দের হয়রানি বন্ধ করা। বিডিও মিহির কর্মকার ডেপুটেশন গ্রহন করে জানান দাবিগুলি বিবেচনার জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar: মিড ডে মিল এর দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দেবার দাবিতে কুমারগ্রামের বিডিও কে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার