Breaking News

Alipurduar: জেলাপরিষদ নিয়ন্ত্রিত বাজারের জমি বিক্রি ও চড়া হারে খাজনা আদায়ের প্রতিবাদে মিছিল বিজেপির

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: জেলাপরিষদ নিয়ন্ত্রিত বাজারের জমি বিক্রি ও চড়া হারে খাজনা আদায়ের প্রতিবাদে মিছিল বিজেপিরalipurduar-bjp-marches-against-sale-of-market-land-controlled-by-zilla-parishad-and-high-tax-collection-west-bengal-india-ei-yug আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বাজারের (হাট) জমি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে এবং হাটে আসা ক্রেতা বিক্রেতাদের থেকে চড়া হারে খাজনা আদায় করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করে বিজেপির কুমারগ্রাম তিন নম্বর মন্ডলের কর্মী সমর্থকরা। দলের আলিপুরদুয়ার জেলার সহ সম্পাদক বিপ্লব দাস জানান আলিপুরদুয়ার জেলা পরিষদ নিয়ন্ত্রিত হাটের জমি শাসক দলের নেতা নেত্রীদের মদতে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি হাটের ইজারাদার ইচ্ছামত চড়া হারে ক্রেতা বিক্রেতাদের থেকে খাজনা আদায় করছেন। এর প্রতিবাদে তাদের এই প্রতিবাদ মিছিল। তিনি আরও জানান ইজারাদার নিজেও একজন তৃনমূল কর্মী। দলের নেতা নেত্রীর মদতে ইজারাদার এসব কাজ করছেন, এসব কাজ অবিলম্বে বন্ধ করার দাবী তারা মিছিল থেকে তোলা হয়েছে। অপরদিকে ইজারাদার তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান তিনি জেলা পরিষদের নির্ধারিত হারেই খাজনা আদায় করছেন এবং হাট বা বাজারের কোনো জমি বিক্রি হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।