পাকিস্তানি (Alipurduar) নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে সোমবার আলিপুরদুয়ার শহরে মিছিল করলো বিজেপি। দলের আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে এদিন এই মিছিল আয়োজিত হয়। মিছিলে অংশ গ্রহন করেন জেলা সভাপতি মিঠু দাস, জেলা সম্পাদক সুব্রত সিনহা, সহ জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। জেলা সভাপতি মিঠু দাস জানান এদিন মিছিলের মূল স্লোগান ছিলো খোঁজো, ধরো ফেরৎ পাঠাও। মিছিল করে দলীয় কর্মী সমর্থকরা জেলা শাসকের দপ্তরে যান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কে জেলাশাসকের মাধ্যমে প্রদানের জন্য স্মারকলিপি প্রদান করেন।
Alipurduar: পাকিস্তানী নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে মিছিল বিজেপির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper