চিলাপাতা (Alipurduar) জঙ্গলের সিমলা বাড়ি দেওডাঙ্গা কুরমাইবস্তি এলাকায় ১৫ কিলোমিটার ফ্যান্সিং লাইন সংস্কার করা হলো বনদপ্তরের উদ্যোগে। আরো পাঁচ কিলোমিটার ফ্যান্সিং লাইন সংস্কার করার কাজ শুরু করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন রেঞ্জার । দীর্ঘদিনের সমস্যা ছিল এলাকাবাসীর। প্রতি রাতেই জঙ্গল থেকে হাতি এবং গন্ডার বের হয়ে লোকালয়ে দাপিয়ে বেড়াতো ।ক্ষতিগ্রস্ত হতো কৃষকরা। সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে বনদপ্তরের পক্ষ থেকে ফ্যান্সিং লাইন সংস্কার করার পর প্রতিনিয়ত তার নজরদারি করা হচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে।
Alipurduar: চিলাপাতায় সংস্কার করা হলো ফ্যান্সিং লাইন
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper