কলকাতার সল্টলেকের করুণাময়ী এলাকায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে চাকরির দাবিতে চারদিন ধরে শান্তিপূর্ণ অনশন আন্দোলন করছিলেন দুই হাজার চৌদ্দ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে রাজ্য পুলিশ এই শান্তিপূর্ণ আন্দোলন ভেঙ্গে দেয়। আন্দোলন ভাংগতে গিয়ে পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর জুলুম করে এই অভিযোগ তুলে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে সি পি আই এম। বিক্ষোভে নেতৃত্ব দেন গনতান্ত্রিক মহিলা সমিতির আলিপুরদুয়ার জেলার প্রাক্তন সভানেত্রী টগর দাস, এরিয়া কমিটির সম্পাদক অসীম সরকার, মহিলা নেত্রী হেমা ব্রম্ম, ডি ওয়াই এফ আই নেতা নির্মল সরকার ও সঞ্জীব রায়। অসীম সরকার জানান মমতা বন্দ্যোপাধ্যায় এর পুলিশ শান্তিপূর্ণ অনশন আন্দোলন কারীদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ধিক্কার মিছিল।
Alipurduar: কলকাতার সল্টলেক করুণাময়ী এলাকায় ২০১৪ সালের টেট প্রার্থীদের শান্তিপূর্ণ অনশন আন্দোলন পুলিশ দিয়ে তুলে দেবার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিপিআইএম এর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার