পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের প্রথম আলিপুরদুয়ার জেলা কনভেনশন অনুষ্ঠিত হল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে। বৃহস্পতিবার আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রামলাল মূর্মূ ও রাজ্য সম্পাদক রবীন্দ্রনাথ হেমব্রম। সংগঠনের পতাকা উত্তোলন করে কনভেনশন এর শুভ সূচনা করেন রামলাল মূর্মূ। রাজ্য সম্পাদক রবীন্দ্রনাথ হেমব্রম জানান এদিন কনভেনশনে সাংগঠনিক আলোচনা শেষে একত্রিশ জনের আলিপুরদুয়ার জেলা কমিটি গঠন করা হয়। জেলা কমিটির সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিকাশ মাহালি ও জয়ন্ত চিকবরাইক।
Alipurduar: পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের আলিপুরদুয়ার জেলা কনভেনশন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার