Breaking News

Alipurduar: লোকো পাইলটের তৎপরতায় প্রাণ রক্ষা হলো বুনো হাতির

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: লোকো পাইলটের তৎপরতায় প্রাণ রক্ষা হলো বুনো হাতিরলোকো পাইলটের (Alipurduar) তৎপরতায় শনিবার আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী রেল রুটে প্রাণ রক্ষা হলো একটি বুনো হাতির। এই রেল লাইনটি ডুয়ার্সের বনের বুক চিরে বিস্তৃত। বনের এধার থেকে ওধারে যেতে হলে বন্য প্রাণীদের রেল লাইন অতিক্রম করে যেতে হয়। রেল লাইন পারাপার করার সময় ট্র‍্যাকে ট্রেন চলে আসলেই দেখা দেয় বিপদ। লোকো পাইলট তৎপর না থাকলেই ঘটে দূর্ঘটনা। চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ যায় বন্য প্রাণী বিশেষ করে হাতিদের। অতীতে মাঝে মাঝেই এমন দূর্ঘটনার শিকার হতে হয়েছে বুনো হাতি থেকে বাইসন বা অন্যান্য প্রাণীদের। শনিবার দুপুরে রেল লাইন ধরে ছুটে আসছিলো সিকিম মহানন্দা এক্সপ্রেস। সেই সময় আচমকাই রেল লাইনে চলে আসে একটি বুনো হাতি, আর তা নজরে আসে লোকো পাইলটের। লোকো পাইলট রেললাইনে বুনো হাতিটিকে লাইনে দেখেই ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন। হাতিটি ধীরে ধীরে লাইন পেরিয়ে গেলে ফের লোকো পাইলট ট্রেন নিয়ে গন্তব্যের উদ্দ্যেশ্যে রওনা হয়ে যান। লোকো পাইলটের এই তৎপরতাকে প্রশংসা জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।