বয়স (Alipurduar) পেরিয়েছে একশ বছর, আজও তার কপালে জোটেনি বার্ধক্য ভাতা বা সরকারি কোনো সহায়তা। অসহায় এই আদিবাসী সম্প্রদায়ের মহিলা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকার ১০/৮৬ নম্বর বুথের বাসিন্দা। দিন মজুর ছেলের আয়ে কোনো রকমে কষ্টে সৃষ্টে দিন কাটে। মহিলার নাম এতো এক্কা, তিনি জানান বার্ধক্য ভাতা বা অন্য কোনো সরকারি সহায়তা তিনি পাননি। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার কাছে জানতে চাইলে তিনি জানান বৃদ্ধা যাতে সরকারি পরিষেবা পেতে পারেন সে বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনে তিনি তৎপর হবেন।
Alipurduar: বয়স একশ বছর পেরিয়ে গেলেও কপালে জোটেনি বার্ধক্য ভাতা বা সরকারি সহাহতা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper