আগরতলা থেকে বিহারগামী রানী কমলাপতি এক্সপ্রেস ট্রেনের এস পাঁচ নম্বর কোচের বাথ্রুম থেকে আবগারি দপ্তর উদ্ধার করলো চল্লিশ কেজি ছয়শো গ্রাম গাঁজা। জানা গেছে আবগারি দপ্তর এর আলিপুরদুয়ার বিভাগ তিনদিন আগে গোপনসূত্রে খবর পায় এই ট্রেনে করে গাঁজা পাচারের ছক কষেছে পাচারকারীরা। খবর পেয়ে আবগারি দপ্তর এর আলিপুরদুয়ার বিভাগ ও শিলিগুড়ি বিভাগ যৌথভাবে ট্রেনটিতে তল্লাশী অভিযান শুরু করে সোমবার দুপুরে। তাদের তল্লাশী অভিযান শুরু হয় শীতলকুচি স্টেশন থেকে। অবশেষে বিকাল নাগাদ ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌছাতেই ট্রেনের এস ফাইভ কামরার বাথরুম থেকে উদ্ধার হয় গাঁজার প্যাকেটগুলি। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে ট্রেনের বাথরুমে জলের ট্যাংকের পাশে গোপন কুঠুরি বানিয়ে সেখানেই এই গাঁজার প্যাকেটগুলি রেখেছিলো পাচারকারীরা। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে আবগারি দপ্তর।
Alipurduar: ট্রেনের বাথরুম থেকে চল্লিশ কেজির বেশী গাঁজা উদ্ধার করলো আবগারি দপ্তর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper