আলিপুরদুয়ার জেলার (Alipurduar) ফালাকাটায় মঙ্গলবার উদ্বোধন হলো ফালাকাটা স্টেডিয়ামের। এই স্টেডিয়ামের নাম করন করা হয়েছে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন স্টেডিয়াম উদ্বোধন করেন। তিনি জানান ফালাকাটায় একটি স্টেডিয়াম গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন ফালাকাটার রূপকার তথা বিধায়ক অনিল অধিকারী। তার প্রয়ানের পর স্টেডিয়াম গড়ার কাজ কিছুটা থমকে যায়। ফালাকাটাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো এলাকায় খেলাধুলার প্রসারে একটি স্টেডিয়াম নির্মানের। এদিন এই স্টেডিয়াম উদ্বোধন এর মাধ্যমে জনগনের দাবি পুরন হলো। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, আই পি এল সভাপতি অজিত বন্দোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি, ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরী সহ বিশিষ্ট ব্যক্তিগন।
Alipurduar: ফালাকাটা স্টেডিয়ামের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার