আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ও শামুকতলা থানা ব্যবস্থাপনায় মঙ্গলবার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের কোহিনুর চা বাগান ফুটবল মাঠে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। জানা গেছে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসক গন এই শিবিরে হাজির দুই শতাধিক জনের চক্ষু পরীক্ষা করেন। যাদের দৃষ্টি শক্তির সমস্যা আছে তাদের চশমা দেওয়া হয়। পনেরো জনের চোখে ছানি নির্নয় করা হয়। যাদের চোখে ছানি নির্ণয় হয়েছে তাদের বিনামূল্যে ছানি অপারেশন এর জন্য নিউ জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Alipurduar: পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper