মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শামুকতলায় বৃহস্পতিবার উদ্বোধন হলো একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার এই কেন্দ্রটির উদ্বোধন করেন। তিনি জানান আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে ও পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকূল্যে এই সেলাই প্রশিক্ষন কেন্দ্রটি স্থাপিত হলো। শামুকতলা মহিলা সাংস্কৃতিক সংঘ ওয়েল্ফেয়ার অরগানাইজেশান এই কেন্দ্রটি পরিচালনা করবে। এলাকার মহিলাদের যাতে স্বনির্ভর করে গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার