গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও সহ বিভিন্ন দাবীতে বামেদের পদযাত্রা আয়োজিত হল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগানে। সি পি আই এম দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস জানান এই মুহূর্তে রাজ্যে দূর্নীতিবাজ সরকারের শাসন চলছে। বাংলাকে এই দূর্নীতিবাজ সরকারের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে রাজ্যব্যাপী নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে বুথে বুথে নিবিড় জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যে এই পদযাত্রার কর্মসূচি গৃহীত হয়েছে। সেই কর্মসূচি অনুসারেই এদিন কাদম্বিনী চা বাগানে পদযাত্রা আয়োজিত হয়। পদযাত্রা থেকে কাজ চাই, ফসলের ন্যায্য মূল্য চাই, বাঁচার মতো মজুরি চাই, ধর্মীয় বিভেদ নয় ঐক্য চাই প্রভৃতি দাবী জানানো হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দূর্নীতিবাজ পপঞ্চায়েতি রাজ খতম করে স্বচ্ছ পঞ্চায়েতি রাজ গঠন করার দাবীও জানানো হয়। তবে এই পদযাত্রা জনমানসে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত সময় হলেই তা জানা যাবে। কিশোর দাস জানান এই কর্মসূচি জেলার প্রতিটি বুথে পালিত হবে।
গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও সহ বিভিন্ন দাবীতে বামেদের পদযাত্রা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper