বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ার জেলার রহিমাবাদ চা বাগান থেকে হাতিপোতা বাজার পর্যন্ত মঙ্গলবার দুপুরে পদযাত্রা করলো বামপন্থী চা শ্রমিকদের যৌথ মঞ্চ। সিটু নেতা বিদ্যুৎ গুন জানান কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মুল্য বৃদ্ধি নিয়ন্ত্রন করা, একশো দিনের কাজের বকেয়া মজুরি ও আবাস যোজনার বকেয়া টাকা দ্রুত প্রদান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও জমির অধিকার প্রদান এবং করপোরেটদের হাতে চা বাগানের জমি তুলে দেবার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পদযাত্রা।
Alipurduar: বিভিন্ন দাবিতে বামপন্থী চা শ্রমিকদের মিছিল
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার