মাধ্যমিক পরীক্ষায় ফেল (Alipurduar),গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের চিকলিগুড়ি হাই স্কুলের ছাত্রী রীতা দাস এমনটাই জানা গেছে পুলিশের কাছ থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এদিকে স্কুল ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকলিগুড়ি হাই স্কুলে। চিকলিগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আনারুল ইসলাম জানিয়েছেন দুঃখজনক ঘটনা। ৮৭ জন মেয়ের মধ্যে তের জন মেয়ে ফেল করেছে। রীতা তাদের মধ্যে একজন। রীতার মৃত্যুতে শোকস্তব্ধ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিকে রীতার মৃত্যুর দরুন তার পরিবারের লোকেরা ভেঙ্গে পড়েছেন। শনিবার মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।
Alipurduar: মাধ্যমিক পরীক্ষায় ফেল ,আত্মঘাতী ছাত্রী
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার