দূর্গা পূজার প্রাক্কালে (Alipurduar) ম্যালেরিয়া প্রকোপ দেখা দিয়েছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়। চিকিৎসা কেন্দ্রগুলোতে যাওয়ার পরই দেখা যায় রোগীদের লম্বা লাইন। অধিকাংশ রোগী জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকের কাছে এসেছেন এমনটাই জানা যায় চিকিৎসকদের কাছ থেকে। ম্যালেরিয়া দেখা দিয়েছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক এর শামুকতলা এলাকায়। যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শামুকতলা এলাকার বাসিন্দা দিলান মারান্ডী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে। চিকিৎসক সূত্রে জানা গেছে ম্যালেরিয়ার প্রকোপ ঠেকাতে স্বাস্থ্যকর্মীরা জোর কদমে কাজ করছেন। তবে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক প্রণব মন্ডল।
Alipurduar: ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে শামুকতলায়
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper