শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: কৃষি সেচ, নদী ভাঙ্গন প্রতিরোধ ও জেলার উন্নয়ন নিয়ে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় বৈঠক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: কৃষি সেচ, নদী ভাঙ্গন প্রতিরোধ ও জেলার উন্নয়ন নিয়ে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় বৈঠক পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন শনিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সদর কার্যালয় ডুয়ার্স কন্যায় জেলার বিভিন্ন নদী ভাঙ্গন প্রতিরোধ, কৃষি সেচ ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে এক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, এসজেডিএ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, তৃণমুলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক এবং সেচ দপ্তরের আধিকারিকগন। মন্ত্রী পার্থ ভৌমিক জানান এদিন জেলার নদী ভাঙ্গন প্রতিরোধ, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ও জেলার সার্বিক উন্নয়ন মূলক কাজের বিষয়ে আলোচনা হয়েছে। নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য সেচ দপ্তরের আধিকারিকদের পরিকল্পনা গ্রহন করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।