প্রতি বছর ঊনত্রিশে আগস্ট দেশজুড়ে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। আলিপুরদুয়ার স্পোর্টস একাডেমি ও আলিপুরদুয়ার ওমেন্স এসোশিয়েসনের উদ্যোগে আলিপুরদুয়ারে উদযাপিত হল জাতীয় ক্রীড়া দিবস। এই উপলক্ষ্যে মাঠে মোমবাতি জ্বালিয়ে, বেলুন ঊড়িয়ে দিনটি উদযাপন করেন এই দুই ক্রীড়া সংগঠনের সদস্যরা। আলিপুরদুয়ার স্পোর্টস একাডেমীর কর্মকর্তা জ্যোতিপ্রসাদ ঘোষাল জানান মাঠে উপস্থিত সকলকে চকোলেট ও লাড্ডু খাওয়ানো হয়।
Alipurduar: জাতীয় ক্রীড়া দিবস উদযাপন আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper